জলঢাকায় তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

✒️ জলঢাকা (নীলফামারী) থেকে:

by Newsroom

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জলঢাকা উপজেলা আবু সাঈদ চত্বরে তাঁতীদল জলঢাকা উপজেলা শাখার আয়োজনে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁতীদলের জলঢাকা উপজেলা সভাপতি মো. আলমগীর হোসেন। জলঢাকা উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক রউফুল ইসলাম (বাবু) ও জলঢাকা পৌর শাখার যুগ্ম আহ্বায়ক সামিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম মোহিতুর রহমান চৌধুরীর কন্যা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি মাহেরিন চৌধুরী।

তিনি বলেন, “বিগত সময়ে আমার পরিবার ও আমি নানা লাঞ্ছনার শিকার হয়েছি বর্তমান আওয়ামী লীগ সরকারের হাতে। তবুও আমরা আদর্শ থেকে বিচ্যুত হইনি। জলঢাকার সকল জাতীয়তাবাদী নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান— সবাই ঐক্যবদ্ধ থাকুন, সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করুন, যাতে ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র আমাদের পথ রুদ্ধ করতে না পারে।”

আলোচনা সভার উদ্বোধন করেন জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ময়নুল ইসলাম। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল নীলফামারী জেলা শাখার সভাপতি শাহজাদা মুক্তি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তাঁতীদল নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক হোসেন আলী, জলঢাকা পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম (বাঙ্গালী), সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার (ভুট্টু), তাঁতীদলের উপজেলা সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম (হাসু), যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসেন প্রমুখ।

You may also like

Leave a Comment