আগামী ১৫ দিনের মধ্যে পদোন্নতির দাবিতে মানববন্ধন করেছে সৈয়দপুর রেলওয়ে কারখানার যান্ত্রিক বিভাগের শ্রমিক-কর্মচারীরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় সৈয়দপুর রেলওয়ে কারখানার সামনে বিভিন্ন শপের প্রায় ৩ শতাধিক শ্রমিক কর্মচারী তাদের পাওনা পদোন্নতির দাবীতে অবস্থান নেয়।
রেলওয়ের যান্ত্রিক বিভাগের শ্রমিক কর্মচারী সমন্বয় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন মো. একরাম উদ্দিন, মো. মমিনুল ইসলাম, মো. ইমরুল সিকদার, মো. খায়রুল বাশার, আখতারুল ইসলাম, পারভেজ রানা, হামিদুর রহমান। মানববন্ধনে কারখানার বিভিন্ন সপের (উপ-কারখানা) শতাধিক পদোন্নতি-বঞ্চিত শ্রমিক কর্মচারী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা জানায়, তাদের ফিডার কাল শেষ হওয়ার পরেও শুন্য পদ থাকা সত্বেও দীর্ঘদিন থেকে তাদের পদোন্নতি থেকে বঞ্চিত করা হচ্ছে। তাছাড়া সম্প্রতি জৈষ্ঠ্যতার তালিকা প্রকাশ হলেও অনেক পদের পদোন্নতির কোন সুযোগ নাই। তারা এই বৈষম্যমুলক তালিকার বিরোধীতা সহ আগামী ১৫ দিনের মধ্যে সকল পদের ফিডার কাল অনুযায়ী পদোন্নতি দাবি জানান।
গত ১৩ ফেব্রুয়ারি সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়কের (ডিএস) মাধ্যমে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধন শেষে আয়োজক কমিটি নতুন কর্মসূচি ঘোষণা করে। দাবি পূরণ না হলে ১ মার্চ থেকে কর্মবিরতি পালন করা হবে। ১ মার্চ সকাল ১০টা থেকে ১১টা, ২ মার্চ অর্ধদিবস (সকাল ৭:৩০ থেকে ১১:৩০) এবং ৩ মার্চ পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে।