নীলফামারীর জলঢাকা ও ডোমার উপজেলায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পথসভা উপলক্ষে জেলা জামায়াত নেতাদের সঙ্গে সংবাদকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নীলফামারী জেলা জামায়াত কার্যালয় আল হেলাল একাডেমিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে জেলা মিডিয়া বিভাগের দায়িত্বশীল প্রভাষক ছাদের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদিম।
সভায় জানানো হয়, আগামী ২৫ ফেব্রুয়ারি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান পঞ্চগড় জেলার কর্মী সম্মেলনে অংশগ্রহণের জন্য যাওয়ার পথে নীলফামারীর জলঢাকা ও ডোমারে পথসভায় মিলিত হবেন। জলঢাকার পথসভা অনুষ্ঠিত হবে বেলা আড়াইটায় জলঢাকা ডাকবাংলো মাঠে এবং ডোমারের পথসভা বিকাল ৪টায় ডোমার উপজেলা পরিষদ মাঠে।
এছাড়া, আগামী ১৮ ফেব্রুয়ারি কারারুদ্ধ সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নীলফামারী শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। বেলা ৩টায় বড় বাজার মোড় থেকে শুরু হয়ে মিছিলটি চৌরঙ্গী মোড়ে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হবে।