বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব ও ফ্রি ব্লাড ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ নুরুল হুদা।
উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশিদ, সহকারী সেক্রেটারি মো. শিব্বির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্টলগুলো পরিদর্শন করেন।
প্রকাশনা উৎসবে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক অভিভাবক তাদের সন্তানদের ছাত্রশিবিরের সমর্থক ফরম পূরণ করেছেন।
প্রকাশনা উৎসবে অংশ নেওয়া মোহাম্মদ রিয়াজের বাবা বলেন, ‘ছাত্রশিবির সৃজনশীল চিন্তাধারার বিকাশ ঘটায় এবং একজন আদর্শবান, দেশপ্রেমিক নাগরিক তৈরি করে। তাই আমি আমার ছেলেকে ছাত্রশিবিরের সমর্থক ফরম পূরণ করিয়েছি।’

রক্তের গ্রুপ নির্ণয়কালে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও সেবা গ্রহীতা
উৎসবে ছয়টি স্টল স্থাপন করা হয়, যেখানে ছাত্রশিবিরের বার্ষিক প্রকাশনা যেমন ক্যালেন্ডার, ডায়েরি, পকেট ডায়েরি, ডেস্ক ক্যালেন্ডার, স্টিকার এবং বিভিন্ন বই প্রদর্শন ও বিক্রি করা হয়। প্রদর্শিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘মোরা বড় হতে চাই,’ ‘আমরা কী চাই, কেন চাই, কিভাবে চাই,’ ‘এসো আলোর পথে,’ এবং ‘কোরআনের চিঠি।’
প্রকাশনা উৎসবের পাশাপাশি আয়োজন করা হয় ফ্রি ব্লাড ক্যাম্প, যেখানে শিক্ষার্থীরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করতে পারছেন। এখন পর্যন্ত ২৪২ জন শিক্ষার্থী রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন বলে জানান আয়োজকেরা।
নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর বলেন, ‘ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন, যা জ্ঞানার্জনের মধ্য দিয়ে সেক্টরভিত্তিক দক্ষ নাগরিক তৈরি করে।’
কিশোরগঞ্জ থানা শাখার সভাপতি মো. মোজাহিদ ইসলাম বলেন, ‘বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের কারণে আমাদের প্রকাশনাগুলো প্রকাশ্যে উপস্থাপন করতে পারিনি। আজ এই প্রকাশনা উৎসবের মাধ্যমে ছাত্রদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলা ও সময়ের দাবিতে তাদের ভূমিকা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়েছে।’
দুই দিনব্যাপী এই প্রকাশনা উৎসব ও ব্লাড ক্যাম্প সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং এটি আগামীকাল (বুধবার) পর্যন্ত চলবে। স্থানীয় জনগণ এমন উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের প্রত্যাশা করেছেন।