নীলফামারীর ডিমলায় সংবাদ প্রকাশের জেরে রেজোয়ান ইসলাম নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে এক সাব-কন্ট্রাক্টরের বিরুদ্ধে। রেজোয়ান ইসলাম অনলাইন সংবাদমাধ্যম ‘বার্তা বাজার’-এর নীলফামারী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রেজোয়ান ইসলামকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ডিমলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রেজোয়ান ইসলাম।
অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় , সম্প্রতি উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি থেকে মতিরবাজার পর্যন্ত একটি পাকা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ নিয়ে অনলাইন সংবাদমাধ্যম বার্তা বাজারে প্রকাশিত হয়। এ বিষয় নিয়ে কাজের সাব-ঠিকাদার শরিফুল ইসলাম দুলাল সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিক রেজোয়ানকে সংঘাতের হুমকি দেয়।

সাংবাদিক রেজোয়ান ইসলাম
এ ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে রেজোয়ান ইসলাম তার পেশাগত কাজে উপজেলা প্রকৌশল অফিসে যাওয়ার পথে সাব-ঠিকাদার দুলালের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাংবাদিকের ওপর হামলা করা হয়। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে।
ভুক্তভোগী রেজোয়ান ইসলাম বলেন, গত ৩ ফেব্রুয়ারি ‘বার্তা বাজার ’ নামের অনলাইন সংবাদমাধ্যমে ‘ সরকারি প্রকল্পের নামে চলছে হরিলুট, তিন কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন। এর জের ধরেই কাজের সাবঠিকাদার দুলাল কাঠের লাঠি নিয়ে আমার ওপর সন্ত্রাসী হামলা চালান। এ সময় আমার পকেট থেকে ১৪ হাজার ৫৯০ টাকা ও আমার ব্যাবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় দুলাল ও তার লোকজন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে সাব ঠিকাদার শরিফুল ইসলাম দুলাল বলেন, সাংবাদিক রেজোয়ান ইসলাম আমাকে আওয়ামী লীগের সুবিধাভোগী বলে কটাক্ষ করেছে। এ নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয় । আমি তার ওপর হামলা করিনি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করে সাংবাদিককে বুঝিয়ে দিয়েছি । এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।