নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় থাই গেম ও ভিসা প্রতারনার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সাইবার নিরাপত্তা আইনে তাদের জেল হাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুছ।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু থাই গেম ও ভিসা প্রতারক রণচন্ডী দক্ষিণ সোনাকুড়ি স্থানে অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে এ তিন জন থাই গেম ও ভিসা প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছে থাই গেম ও ভিসা প্রতারণার সাথে জড়িত থাকার প্রমাণ থাকায় গ্রেপ্তারকৃতদের সাইবার নিরাপত্তা আইনে সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলো- কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গদা কেরানীপাড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র ছামিউল ইসলাম (১৯), একই গ্রামের মৃত নুর ইসলামের পুত্র জাহিদুল ইসলাম (২২) ও একই গ্রামের লাল মিয়ার পুত্র সাব্বির ইসলাম।
কিশোরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুছ জানান, থাই গেম ও ভিসা প্রতারণার প্রমাণ সাপেক্ষে তাদেরকে গ্রেপ্তার করে সাইবার নিরাপত্তা আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থাই গেম ও ভিসা প্রতারকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে এর ক’দিন আগে সাহাবুল নামে একজন থাই গেম ও ভিসা প্রতারককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।