ডোমারে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

✒️ ডোমার (নীলফামারী) থেকে:

by Newsroom

 

নীলফামারীর ডোমারে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. নাজমুল আলম ।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়া প্রেমীদের উপস্থিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাফিউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা মো. আব্দুল হক, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ প্রমুখ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, সাইক্লিং ও অ্যাথলেটিক্স ইভেন্ট রয়েছে। যা আগামী মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারী) পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

 

You may also like

Leave a Comment