নীলফামারীতে প্রথমবারের মতো সাংবাদিকদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

✒️নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীতে প্রথমবারের মতো টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিএ) আয়োজিত ‘টিসিএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ জমকালো উদ্বোধনের মাধ্যমে শুরু হয় (২৯ জানুয়ারি) বুধবার।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। সেমিফাইনালে জলঢাকা উপজেলা রিপোর্টার্স ইউনিটিকে হারিয়ে ফাইনালে ওঠে কলম সৈনিক একাদশ নীলফামারী এবং জেলা রিপোর্টার্স ইউনিটিকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় ডোমার উপজেলা প্রেস ক্লাব।

ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কলম সৈনিক একাদশ। নির্ধারিত ১০ ওভারে ডোমার উপজেলা প্রেস ক্লাব ১১৯ রান সংগ্রহ করে। জয়ের জন্য ১২০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে কলম সৈনিক একাদশ ১৬ রানে পরাজিত হয়

টিসিএ সভাপতি সোহেল রানা জানান, আমরা চেয়েছি জেলার সকল সাংবাদিকদের একটি মিলনমেলায় যুক্ত করতে, জানি না কতটুকু পেরেছি। তবে সফলভাবে আয়োজন করতে পেরে ভালো লাগছে।

চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও সময় টেলিভিশনের ব্যুরো প্রধান নাজমুল ইসলাম নিশাত বলেন, টিসিএ দারুণ একটি আয়োজন করেছে। নিজের উপজেলা ডোমারের হয়ে খেলতে পেরে গর্বিত।

রানার্সআপ দলের অধিনায়ক একরামুল হক লাবু বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে এই আয়োজন নীলফামারীর সাংবাদিকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক নায়িরুজ্জামান বলেন, টিসিএর এই আয়োজন এবারেই শেষ না হয়ে নিয়মিত আয়োজন হওয়া উচিত। আমরা চাই ভবিষ্যতে সিজন-২ও দেখতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম প্রমুখ।

You may also like

Leave a Comment