মাজারে হামলার ঘটনায় সরকার কোনো ছাড় দেবে না: প্রেস সচিব

✒️অনলাইন ডেক্স:

by Newsroom

মাজারে হামলার ঘটনায় সরকার কোনো প্রকার ছাড় দেবেনা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেফতার করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বিষয়ে বিশেষ নজরদারি চালাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকরা জানতে চান, দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনা ঘটছে। এ বিষয়ে সরকারের অবস্থান কী?

জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, মাজারের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট ও খুবই ক্লিয়ার। মাজার বাংলাদেশের ট্রেডিশন ও কালচার। দেশের লাখ লাখ জনগণ মাজারে যান। আমরা তাদের ধর্মীয় মূল্যবোধকে সম্মান করি। যারা মাজারে হামলা করবে তাদের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স। মাজারে কোনো ধরনের হামলা আমরা সহ্য করবো না বলেও জানান তিনি।

You may also like

Leave a Comment