পাকিস্তান যাচ্ছে বাংলাদেশের যুদ্ধজাহাজ

✒️অনলাইন ডেক্স:

by Newsroom

বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ পাকিস্তানের করাচি শহরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করতে পাকিস্তানে যাচ্ছে।

রোববার চট্টগ্রাম নেভাল জেটি ত্যাগ করে জাহাজটি।

জানা গেছে, আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি ‘এক্সারসাইজ এএমএএন-২০২৫’ নামক আন্তর্জাতিক মহড়ায় অংশ নিতে জাহাজটি পাকিস্তান যাচ্ছে। ‘এক্সারসাইজ এএমএএন-২০২৫’ মহড়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি, সমর বিশারদ এবং নৌবাহিনীর জাহাজসমূহ অংশগ্রহণ করবে।

বাংলাদেশের নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ এর অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ২৭৪ জন নৌ সদস্য এই মহড়ায় অংশগ্রহণ করবেন।

এই সফরের অংশ হিসেবে বানৌজা সমুদ্র জয় পাকিস্তান যাওয়ার পথে শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফর করবে।

বাংলাদেশ নৌবাহিনী ২০০৭, ২০০৯ এবং ২০১৩ সালেও অ্যাক্সারসাইজ অ্যাম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পেশাদারিত্ব ও দক্ষতার স্বাক্ষর রেখেছে। এতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে আঞ্চলিক নৌ নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক এবং নৌ সদস্যদের পেশাগত মান আরও উন্নত হবে।

You may also like

Leave a Comment