নীলফামারী জেলা কারাগারে দায়িত্বে প্রবেশকালে মাদকসহ কারারক্ষী আটক

✒️নিজস্ব প্রতিবেদক:

by Newsroom
নীলফামারী জেলা কারাগারে দায়িত্ব পালনের উদ্দেশ্যে প্রবেশের সময় মাদকসহ এক কারারক্ষীকে আটক করেছে দায়ীত্বে থাকা অপর কারারক্ষীরা।
আটক কারারক্ষীর সালমান শাহ গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গজারিয়ারচালা গ্রামের মোবারক হোসেনের ছেলে।
সোমবার (১৬ জুন) রাত ৩ টায় দায়িত্ব পালনে জন্য প্রবেশের সময় মূল ফটকে তল্লাশি চালিয়ে কারারক্ষী সালমানের ডান পায়ের হাঁটুর নিচে প্যান্টের ভেতর  থেকে আনুমানিক ৭-৮ গ্রাম গাঁজা উদ্ধার করে অপর তিন কারারক্ষী।
মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।
এ বিষয় নীলফামারী কারাগারের জেলার ফারুক হোসেন জানান, এটি কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলার পরিপন্থি এবং দণ্ডনীয় অপরাধ। তাই অভিযুক্ত কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, কারারক্ষী সালমান শাহ-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

You may also like

Leave a Comment