জলঢাকা ধর্মপাল ইউনিয়নের জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

 

নীলফামারীর জলঢাকা ধর্মপাল ইউনিয়নের জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৩টায় ধর্মপাল কাচারি এলাকায় ইউনিয়নের সকল ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির আয়োজন করেন ধর্মপাল ইউনিয়ন শাখা।

জামায়াতের ইউনিয়ন আমীর মাওলানা রাশেদুজ্জামান এর সভাপতিত্বে ও জামায়াতের ইউনিয়ন সেক্রেটারী রেজাউল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা শাখার শুরা সদস্য ও জলঢাকা মাটি ও মানুষের নেতা মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।
প্রধান অথিতীর বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের সাহসী হতে হবে। ইসলামী জোস নিয়ে সংগঠন করতে হবে তিনি আরও বলেন কর্মীদের জান ও মাল দিয়ে সংগঠন করতে হবে।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব মো. কামরুজ্জামান, টিম সদস্য রুহুল আমীন প্রমুখ।

You may also like

Leave a Comment