র্যাবের ক্রসফায়ারে নিহত নীলফামারী সদর উপজেলার যুবদল নেতা গোলাম রব্বানীর পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৬ মার্চ) দুপুরে জেলা যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ রব্বানীর বাড়িতে গিয়ে তার স্ত্রী শাহনাজ বেগম ও মেয়ে রওনক জাহান রিক্তার হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
জেলা যুবদলের সভাপতি সাইফুল্লাহ রুবেল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গোলাম রব্বানীর পরিবারের জন্য ঈদ উপহার, অর্থ সহায়তা ও ঈদ কার্ড প্রদান করা হয়েছে।
উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু, মীর সেলিম ফারুক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ উদ দৌলা প্রমুখ।
উল্লেখ্য, ২০১৪ সালে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়িবহরে হামলার ঘটনার জেরে র্যাব যুবদল নেতা গোলাম রব্বানীকে আটক করে এবং পরে তাকে ক্রসফায়ারে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।