নীলফামারীতে যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে জেলা সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদ মাঠে এই আয়োজন করা হয়। মাহফিল শেষে আগত অতিথি ও দলীয় নেতাকর্মীরা একসঙ্গে ইফতার করেন।

ইটাখোলা ইউনিয়ন যুবদল এই মাহফিলের আয়োজন করে, এসময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজ-উদ দৌলা প্রমুখ।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

You may also like

Leave a Comment