13
নীলফামারীর ডোমারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষ ও রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় ৪ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম। এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলার যুগ্ন আহ্বায়ক মাহির মোহাম্মদ মিলন, ছাত্র প্রতিনিধি অর্ণব আল আলিফ, ওয়াহিদ ইসলাম শ্রাবন ও রাব্বি ইসলাম।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য, এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।