নীলফামারী মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক অবরোধ 

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারী মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে টায়ারে আগুন জ্বালিয়ে টানা দুই ঘন্টা সড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

রোববার (১৬ মার্চ) সকাল ১১টা থেকে নীলফামারী চৌরঙ্গি মোড় চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মাহবুব-উর-রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম, জেলা জিয়া পরিষদের সভাপতি আবু ছাদেক চৌধুরী লুলু, জামায়াতে ইসলামীর নীলফামারী সদর উপজেলার সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান, ড্যাবের সাধারণ সম্পাদক সোহেলুর রহমান সোহেল ও নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, মানহীন অজুহাত তুলে নীলফামারী মেডিক্যাল কলেজকে সরানোর ষড়যন্ত্র চলছে যা স্থানীয় জনগণের সঙ্গে অন্যায়। নতুন প্রতিষ্ঠিত ছয়টি মেডিক্যাল কলেজের মধ্যে এটি শীর্ষ অবস্থানে থাকলেও শুধুমাত্র অবকাঠামোগত কিছু সমস্যাকে ইস্যু করে বন্ধের চেষ্টা করা হচ্ছে। তারা জানান, এসব সমস্যা সমাধান করলে মেডিক্যাল কলেজটি আরও কার্যকর হয়ে উঠবে।

শিক্ষার্থীরা বলেন, নীলফামারী মেডিকেল কলেজে পর্যাপ্ত শিক্ষক ও চিকিৎসক থাকার পরেও এটা বন্ধের সিদ্ধান্ত সম্পূর্ণ ভিত্তিহীন। একটি মেডিকেল কলেজ বন্ধ করে দিয়ে সব সমস্যার সমাধান হতে পারে না। মেডিকেল কলেজের সকল ষড়যন্ত্র বন্ধ করে অতিসত্বর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু করার আহ্বান জানান তারা।

এর আগে গত ০৬ মার্চ একই কর্মসূচি নিয়ে আন্দোলনে নামে শিক্ষক শিক্ষার্থী সহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।  মানববন্ধন শেষে নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবীতে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়।

You may also like

Leave a Comment