ডোমারে জাতীয় পতাকা দিবসেও পতাকা উত্তোলন করেনি বন কর্মকর্তার কার্যালয়

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীর ডোমার রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না করায় প্রশ্ন উঠেছে প্রশাসনিক শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে। রোববার (২ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসের পতাকা স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হাই বলেন, “আমি সকালে রংপুরে গিয়েছিলাম, আমাদের তো স্টাফ এটা ভুল করেছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বলেন, “এটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনে পড়ে। কেন পতাকা উত্তোলন করা হয়নি, তা জানতে চাওয়া হবে। যদি যথাযথ ব্যাখ্যা না পাওয়া যায়, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালার ৬(১) ধারায় বলা হয়েছে, “গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও অফিসসমূহে সকল কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।” একই বিধিমালার ৭ ও ৮ ধারায় পতাকার সম্মান রক্ষার্থে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

উল্লেখ্য, ২ মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথমবারের মতো সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতার প্রতীক এই পতাকার যথাযথ সম্মান রক্ষা করা প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব।

You may also like

Leave a Comment