নীলফামারী ও পঞ্চগড় সীমান্ত এলকা থেকে উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য ধ্বংসকরন অনুষ্ঠানে ফেনসিডিল, মদ, বিয়ার, হেরোইন, গাঁজা, কোকেন সহ প্রায় ২কোটি টাকা সমমূল্যের মাদকদ্রব্য ধংস করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ৫৬) নীলফামারী ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় নীলফামারী বিজিবি ৫৬ ব্যাটালিয়ানের প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রংপুর সদর দপ্তরের রিজিওন কমান্ডার এস এম জাহিদুর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল বলেন, বিজিবি সীমান্তে অতন্দ্র প্রহরী এটা যেমন সত্যি বিজিবি হবে সীমান্তে আস্থার এবং নিরাপত্তার প্রতীক এটিও সত্য। আমরা আমাদের দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করে যেতে চাই। সীমান্ত রক্ষা ও নীরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কাজ করে যাচ্ছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)
এ সময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর দপ্তরের পিএসসি জি সেক্টর কমান্ডার লে. কর্নেল মো. মনিরুল ইসলাম, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, র্যাব-১৩, নীলফামারী সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং নীলফামারী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ এবং বিভিন্ন পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।