নীলফামারীতে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের মেধাবৃত্তি প্রদান

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

 

নীলফামারীতে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪-এর বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নীলফামারী আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সদস্যসহ শিক্ষার্থীরা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

নীলফামারী শহর শাখার চেয়ারম্যান শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. নায়েরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠের কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক ডা. নাঈম ইসলাম।

অনুষ্ঠানের প্রধান আলোচক কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক ডা. নাঈম ইসলাম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠের রংপুর মহানগরের ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, কিশোরকণ্ঠ বগুড়া শহর সাবেক চেয়ারম্যান আব্দুল কাদিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার চেয়ারম্যান মোস্তাকুর রহমান জাহিদ, নীলফামারী জেলা শাখার চেয়ারম্যান তাজমুল হাসান সাগর, নীলফামারী আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মুসা, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলীনি কান্ত রায়, কুয়েট শিক্ষার্থী আবু হেলাল প্রমুখ।

অনুষ্ঠানে ২২৩ জন শিক্ষার্থীকে বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অনুপ্রাণিত করার লক্ষ্যে এ ধরনের আয়োজন প্রতি বছর করা হয়ে থাকে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জানান, তারা এ অর্জনে অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হয়েছেন। অভিভাবকেরাও সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের ভবিষ্যৎ উন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মেধা বিকাশে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের শিক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

You may also like

Leave a Comment