“বিজয় নয়, অংশগ্রহণ করাই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারির পুলিশ লাইন্স একাডেমিতে জমকালো আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের প্রাণকেন্দ্র দাদা ভাই সড়কে অবস্থিত প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত হয়েছে। এই ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহসিন।
প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবক প্রতিনিধি এবং সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় ছোট বালক-বালিকেদের দৌড়, বড় বালকদের দীর্ঘ লাফ, বালিকাদের ভারসাম্য দৌড়, ছেলেদের ধীরে সাইকেল চালানো প্রতিযোগিতা, মহিলা অভিভাবকদের বালিশ খেলা এবং “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতাসহ নানা আকর্ষণীয় ইভেন্ট ছিল।
অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা পুলিশ লাইন্স একাডেমির এমন সুশৃঙ্খল আয়োজনকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।