নীলফামারীর ডিমলা উপজেলায় “শ্রমিক শোষণ বন্ধ করো, শ্রমিক নির্যাতন বন্ধ করো” প্রতিপাদ্যকে সামনে রেখে চার দফা দাবিতে অটোচালক (ইজিবাইক) শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিমলা স্মৃতি অম্লান (শুটিবাড়ি মোড়) চত্ত্বর প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অটোচালকগণ ডিমলা উপজেলা পরিষদ মাঠে জমায়েত হতে থাকেন। সেখান থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্মৃতি অম্লান চত্বরে এসে শেষ হয়।
অটোচালক শ্রমিকদের দাবির সাথে সংহতি প্রকাশ করে ডিমলা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন সমন্বয়ক সাকিল প্রধান, রাশেদুজ্জামান রাশেদ, জাফর হোসেন সাদেক এবং আলম হোসেন প্রমুখ।
বক্তারা ডিমলা উপজেলা অটোচালক শ্রমিকদের চার দফা দাবি উপস্থাপন করেন:
১. অবৈধভাবে ও বিনা পারিশ্রমিকে অটো শ্রমিকদের রিকুইজিশন ডিউটির নামে থানা পুলিশের প্রহসন বন্ধ করতে হবে।
২. যানজট নিরসনে ফুটপাতের অবৈধ ও অস্থায়ী দোকানসমূহ উচ্ছেদ করতে হবে।
৩. নামে-বেনামে সমবায় সমিতির কূপনের মাধ্যমে চাঁদা আদায় বন্ধ ও পূর্বে আদায়কৃত অর্থ ফিরত দিতে হবে।
৪. অটো নিবন্ধন, লাইসেন্স, রুট পারমিট প্রদান করতে হবে এবং ডিমলা উপজেলার বড় বড় বাজারগুলোতে ট্রাফিক পুলিশ নিয়োগ দিতে হবে।
সমাবেশে ডিমলা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিবৃন্দসহ উপজেলার সকল ইউনিয়নের অটোচালকগণ অংশগ্রহণ করেন। বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত সময়ের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করা হয়, তবে দাবি আদায়ের জন্য আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয় নেতৃবৃন্দের পক্ষ থেকে।