ডোমারে মাদকসহ তিন জন গ্রেফতার

✒️নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীর ডোমারে মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটের দিকে ডোমার বাইপাস রেলগেট সংলগ্ন হাইওয়ে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন অলিয়ার রহমানের ছেলে মো. মুন আহমেদ (২৭), মো. খয়রুল ইসলামের ছেলে স্বপন ইসলাম (২৫), মো. হামিদুর রহমানের ছেলে মো. ফরহাদ হোসেন (৩০)। তাঁরা সবাই নীলফামারীর ডোমার উপজেলার পূর্ব চিকনমাটি এলাকার বাসিন্দা।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যা মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment