বিগত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে নীলফামারীতে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের ডালপট্টি মোড় থেকে শুরু করে গণমিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারী। সমাবেশ পরিচালনা করেন জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর।
আরমান পাটোয়ারী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস পার করলেও শিক্ষা সংস্কারে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। বরং গুম, খুন, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার পরিবেশ ছিল না। আইনের শাসন ছিল না।ফ্যাসিস্ট আমলের সকল অন্যায়ের এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবী জানান।