নীলফামারী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামায়াতের আল-ফারুক, সম্পাদক বিএনপির মাসুদ

✒️নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

 

নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জামায়াত নেতা অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতিফ জয়ী হয়েছেন। তিনি ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান জিপি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম পেয়েছেন ৮৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী। তিনি ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট কামরুজ্জামান শাসন পান ৬৬ ভোট।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব (১২২ ভোট), প্রতিদ্বন্দ্বী সেলিম শাহ (১১ ভোট)। কোষাধ্যক্ষ: অ্যাডভোকেট আসাদুজ্জামান খাঁন (১০৯ ভোট), প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন সরকার (১০৫ ভোট)। লাইব্রেরি সম্পাদক: অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ (১২৬ ভোট), প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আলপনা রায় রেখা (৮৪ ভোট)। ধর্ম ও সংস্কৃতি সম্পাদক: অ্যাডভোকেট হুজুর আলী (১৩২ ভোট), প্রতিদ্বন্দ্বী হৃদয় চন্দ্র শর্মা (৮২ ভোট)। ১৮টি পদের মধ্যে বিএনপি ১১টি, জামায়াত ৬টি এবং আওয়ামীলীগ ১টিতে জয় লাভ করেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২২১ জন ভোটারের মধ্যে ২১৬টি ভোট কাস্ট হয়।

রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট আবু আহামেদ নুরুল জাকী জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং রাতে ফলাফল ঘোষণা করা হয়।

You may also like

Leave a Comment