নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২ জনকে হাতে-নাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৬টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাড়ি মধুপুর ফুলবাড়ি গুচ্ছগ্রাম সংলগ্ন চারালকাটা নদী ও তৎসংলগ্ন সরকারি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২ জনকে হাতে-নাতে আটক করে উপজেলা প্রশাসন।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ নিতাই ইউনিয়নের শাহপাড়া গ্রামের আজাদুল ইসলামের ছেলে মো: শাহাদাৎ হোসেন(২৪) ও একই ইউনিয়নের চানসাপাড়া গ্রামের বাসিন্দা কালা মামুদের ছেলে মো: লিয়াদ হোসেন (২১)
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম সাহা জানান, সরকারি নদী ও জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।