গরু ছাড়াই ৩০ বছর ধরে ঘানি টানা দম্পতীর পাশে দাঁড়াচ্ছে তারেক জিয়া

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

দেশজুড়ে আলোড়ন তুলেছে নীলফামারীর এক বৃদ্ধ দম্পতির গল্প—যারা গরু ছাড়াই টানা ৩০ বছর ধরে নিজেরাই ঘানি টানছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সেই প্রতিবেদনে সাড়া দিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ককে নির্দেশ দিয়েছেন দম্পতির সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করতে। এ বিষয়ে মঙ্গলবার রাতে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সংগঠনটির নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে, দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল এন-টিভি সম্প্রতি “গরু ছাড়াই ৩০ বছর ধরে ঘানি টানছেন স্বামী-স্ত্রী” শিরোনামে একটি মানবিক প্রতিবেদন প্রচার করে। প্রতিবেদনটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পাগলাটারী গ্রামের তেলি মোস্তাকিন আলী ও তার স্ত্রী ছকিনা বেগমের দীর্ঘদিনের সংগ্রামী জীবনের বাস্তব চিত্র তুলে ধরে।

প্রতিবেদনটি লন্ডনে অবস্থানরত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নজরে আসে। সংবাদটি দেখার পর তিনি মানবিক উদ্যোগ হিসেবে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন, মোস্তাকিন আলীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নিতে।

এরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) দুপুর ১২টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাগাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি (পাগলাটারী) গ্রামে মোস্তাকিন আলীর সঙ্গে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।

এ সময় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত থাকবেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এছাড়াও উপস্থিত থাকবেন সংগঠনের উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্যবৃন্দ।

একই অনুষ্ঠানে প্রতিনিধি দলটি চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবে।

You may also like

Leave a Comment