নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ও উত্তরা শশী এলাকায় মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংবাদ সম্মেলন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে উপজেলার উত্তরাশশী আফতাবের মোড়ে মাদক নির্মূল কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ মিছিলেও অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদক নির্মূল কমিটির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আবু হিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচেতনতা সৃষ্টি না করলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।