নিউইয়র্কে এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে ডিমলায় এনসিপি’র বিক্ষোভ

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাত ৮ টায় তাৎক্ষণিক ডিমলা উপজেলার ডালিয়ার সাবা হোটেল থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এর আগে একই দিনে সন্ধ্যায় নীলফামারী সহরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির জেলা নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের দেশ-বিদেশে হামলার নিশানায় পরিণত করেছে। গোপালগঞ্জে পদযাত্রায় হত্যাচেষ্টা এবং নিউইয়র্কে এ হামলা একই ধারাবাহিকতার অংশ। সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের একটি অংশ এসব হামলায় মদদ দিচ্ছে।’

ডিমলা উপজেলার এনসিপি প্রধান সমন্বয়কারী মোশারফ হোসেন মিন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন এনসিপি নীলফামারী জেলা কমিটির সদস্য রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা যুগ্ম সমন্বয়কারী শাকিল প্রধান, সদস্য জব্বার খান প্রমূখ।

You may also like

Leave a Comment