নীলফামারীতে কোটি টাকার ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

✒️নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীতে কানাডা প্রেরণের নামে কোটি টাকার কাছাকাছি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে শেখ আরাফাত হোসেন ওরফে লাভলু মিয়া (২৫) নামে এক ভিসা প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃত শেখ আরাফাত হোসেন কিশোরীগঞ্জ উপজেলার নিতাই কাছারীপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আকতার হোসেন শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, আরাফাত ও তার চক্র অনলাইনের মাধ্যমে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মোহাম্মদ ফরহাদ সরকার (৪২)সহ সাতজনকে কানাডা পাঠানোর প্রলোভন দেখিয়ে ভিসা প্রতারণা করে। এ জন্য তাদের কাছ থেকে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ৮২ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়।

প্রতারিত ভুক্তভোগীরা বিষয়টি বুঝতে পেরে মুন্সিগঞ্জ থেকে নীলফামারীর কিশোরীগঞ্জ থানায় এসে মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের পরিকল্পনায় জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আরাফাতকে গ্রেপ্তার করে। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।

কিশোরীগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

Leave a Comment