নীলফামারীর জলঢাকায় ইসলামী ছাত্রশিবিরের এইচএসসি ও আলিম পরিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
সোমবার (২৩ জুন) বিকাল ৪ টায় আল ফালাহ মিলনায়তনে এইচএসসি ও আলিম পরিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় জলঢাকা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের জলঢাকা উপজেলা সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির নীলফামারী জেলা অর্থ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ।
প্রধান অতিথির আলোচনায় হুমায়ুন কবির সোহাগ বলেন, এইচএসসি পরিক্ষা হচ্ছে জীবনের একটি পর্যায় যার মাধ্যমে আমরা সামনে কোথায় পড়াশোনা করবো বিশ্ববিদ্যালয় নাকি কলেজ এর মাধ্যমে নির্ধারিত হবে।
তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা কাছে সাহায্য ও মা বাবার দোয়া নিতে হবে। পরিশ্রম ধৈর্য নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে সফলতা চাইতে হবে। পরিশেষে তিনি পরিক্ষার্থীদের সফলতা কামনা করে আলোচনা শেষ করেন।
ছাত্রশিবিরের জলঢাকা উপজেলা সভাপতি আহসান হাবিবের সমাপনী বক্তব্য ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানে থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।