জলঢাকায় সাওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

 

নীলফামারীর জলঢাকা উপজেলায় সাওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশেষ ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার গোলনা ইউনিয়নের ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। কর্মসূচিতে এলাকার অসহায়, দরিদ্র ও বিধবা নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছওয়াব ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ওসমান গণি এবং সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানাজার রাকিবুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেনারেল ম্যানাজার মো. লোকমান হোসাইন তালুকদার। আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার মনিটরিং বিভাগ এসএস ইমদাদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

সাওয়াব ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পূর্বে এই এলাকার ২০ জন উপকারভোগীকে গরু, ছাগল ও দোকান প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে। এবার নতুন করে আরও ৮০ জন উপকারভোগীকে অন্তর্ভুক্ত করে মোট ১০০ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে। শুধু বিতরণেই থেমে না থেকে এই পরিবারগুলোকে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে টেকসইভাবে স্বনির্ভর করে তোলার জন্য দীর্ঘমেয়াদি কার্যক্রম চলমান থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক মো. লোকমান হোসাইন বলেন, “আমাদের লক্ষ্য শুধু সাহায্য দেওয়া নয়, বরং মানুষের মধ্যে আত্মনির্ভরশীলতার বীজ বপন করা। আমরা চাই এই ছাগলগুলো উপকারভোগীদের জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক।”

উপকারভোগীদের মধ্যে মধ্য শালনগ্রামের বিধবা নারী কুলছুম বেগম বলেন, “অনেকদিন ধরেই কষ্টে দিন কাটছিল। আজ একটা ছাগল পেলাম। ইনশাআল্লাহ এ থেকে বাচ্চা হলে বিক্রি করে কিছু আয় করতে পারব। আল্লাহ সাওয়াব ফাউন্ডেশনকে উত্তম প্রতিদান দিক।”

একই গ্রামের আরেক উপকারভোগী নাবিয়া বেগম বলেন, “আমার স্বামী অসুস্থ। ছাগল পেয়ে আমরা খুশি হয়েছি। এখন এগুলো লালন-পালন করে কিছু আয় করতে পারবো।”

সাওয়াব ফাউন্ডেশন জানায়, এই কর্মসূচির অর্থ যোগান দেওয়া হয়েছে তাদের যাকাত ফান্ড থেকে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে এবং জলঢাকা ছাড়াও আশেপাশের অঞ্চলে এর বিস্তৃতি ঘটানো হবে।

এ কর্মসূচি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, বরং উপকারভোগীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার একটি টেকসই ও মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। সমাজসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সাওয়াব ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

You may also like

Leave a Comment