নীলফামারী আদালত প্রাঙ্গনে সাবেক এমপি আফতাব উদ্দিনকে বিক্ষুব্ধদের কিলঘুষি মারার চেষ্টা

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

আদালতে হাজিরা দিতে গিয়ে জনরোষের মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। রোববার দুপুরে ডোমারের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে এলে জনরোষে পড়েন তিনি। এসময় আদালত প্রাঙ্গনে বিক্ষুব্ধরা তাকে কিলঘুষি মারার চেষ্টা করে।

রোববার (০৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে নীলফামারী জেলা কারাগার থেকে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে হাজির করা হয় তাকে।

এসময় আদালত চত্বরে বিক্ষুব্ধ কিছু লোক ভূয়া, ভোটচোর ও খুনি স্লোগান দিয়ে আফতাব উদ্দিন সরকারের দিকে তেড়ে আসেন। তবে নিরাপত্তায় নিয়জিত পুলিশ সদস্যরা আফতাব উদ্দিন সরকারকে নিরাপদে আদালতে হাজির করান।

আদালতে হাজিরা শেষে পৌণে একটার দিকে আদালত চত্বর থেকে বের করার সময় উপস্থিত লোকজন পুনরায় কিলঘুষি মারার চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত সেখান থেকে সরিয়ে প্রিজন ভ্যানে সরিয়ে নিলে বিক্ষুব্ধরা প্রিজন ভ্যান লক্ষ করে ধুলাবালি নিক্ষেপ করে।

নীলফামারী জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী বলেন, ডোমার ডিমলা নীলফামারী ০১ আসনের সাবেক এমপি আফতাব উদ্দীন সরকারকে নীলফামারীর হামলা, অগ্নিসংযোগ ও চাঁদা দাবীর ২টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপন করেন আফতাব উদ্দিন সরকার।‌ এরপর গত ৬ই মার্চ রংপুর থেকে নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের সেনপাড়া এলাকা থেকে রংপুরের একটি হত্যা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার ভগ্নীপতি অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণার গাড়ীবহরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে গত বছরের ২৯ সেপ্টেম্বর আফতাব উদ্দিন সরকার সহ ৩১ জনকে আসামী করে মামলা দায়ের করেন বিএনপি নেতা রবিউল ইসলাম। এছাড়াও ২০১৫ সালের ১৪ মার্চ ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারপিটের অভিযোগে গত বছরের ১২ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার সহ ৩০ থেকে ৪০ জনকে আসামী করে মামলা দায়ের করেন তৎকালীন যুবদল নেতা মাসুদ বিন আমীন সুমন।

 

You may also like

Leave a Comment