নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়ার ঋণে হতাশ হয়ে আব্দুল্লাহ আল নোমান ওরফে শাকিল (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ মার্চ) ভোরের দিকে উপজেলার নিতাইবাড়ি মধুপুর কুঠিয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শাকিল ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল দীর্ঘদিন ধরে অনলাইন গেমের নামে জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। এতে তিনি প্রচুর টাকা হারিয়ে ঋণের বোঝায় পড়ে যান।
পরিবারের কাছে ঋণ পরিশোধের জন্য টাকা চাইলে তারা দিতে অস্বীকৃতি জানায়। এতে হতাশাগ্রস্ত হয়ে শাকিল নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
কিশোরগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন বলেন, “শাকিল অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং ঋণগ্রস্ত হয়ে পড়েন। পরিবারের কাছ থেকে টাকা না পেয়ে হতাশায় আত্মহত্যার পথ বেছে নেন।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সচেতন মহল বলছে, তরুণদের মধ্যে অনলাইন জুয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের ঘটনা বাড়ছে। এটি প্রতিরোধে সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ জরুরি।