খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডোমার পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

 

নীলফামারীর ডোমারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় জিএমসি পাট গোডাউন মাঠে ডোমার পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

ডোমার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলীর সঞ্চালনায় এবং পৌর বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান আনুর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সভাপতি মোঃ মনছুর আলী, সহ-সভাপতি তমিজ উদ্দিন সরকার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল হাসান শফিক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজাবুল ইসলাম, কৃষকদলের সভাপতি রেজাউল ইসলাম,  পৌর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম পাপ্পু, যুগ্ন আহবায়ক হাসানুল আলম রিমুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মজিদুল ইসলাম, পৌর ছাত্র দলের আহবায়ক রাহিমুজ্জামান রুপক, সদস্য সচিব রালেস ইসলাম শাওন, ডোমার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সামিউল আরিফিন হৃদয়, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলামিন ইসলামসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ দুলাল ইসলাম। মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন।

You may also like

Leave a Comment