দেশজুড়ে নারীদের ওপর সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদে ডোমারে মানববন্ধন ও মিছিল

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

দেশজুড়ে নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নীলফামারীর ডোমারে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ডোমার রেলগেট বাজারে সংগঠন “নবজাগরণ, ডোমার”-এর আয়োজনে এবং “হৃদয়ে ডোমার”-এর সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ডোমারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সমাজের সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আর এল একাডেমী কোচিং সেন্টারের পরিচালক মোঃ শহীদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাখার সভাপতি মো. সোহেল রানা, ছাত্র প্রতিনিধি শরীফ আহমেদ এবং অর্নব আলিফ। বক্তারা নারীদের প্রতি সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তারা বলেন, দেশে নারী নির্যাতন ও সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে, অথচ অপরাধীরা বারবার আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে নারীদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

এসময় অংশগ্রহণকারীরা “নারী নির্যাতন বন্ধ করো, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও”, “বিচারহীনতা আর নয়, নারীর নিরাপত্তা নিশ্চিত করো”—এমন নানা স্লোগান দেন।

মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শেষে আয়োজক সংগঠন “নবজাগরণ, ডোমার”-এর পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

You may also like

Leave a Comment