ডোমারে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

 

নীলফামারীর ডোমারে বিদ্যুৎপৃষ্ট হয়ে আজিবর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরের দিকে নিজের বাদাম ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

নিহত আজিবর রহমান উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়া গ্রামের মজনদি পাড়ার মৃত মজনদি মাহমুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিবর রহমান নিজ জমিতে পানি সেচ দিতে গিয়ে সেচ পাম্পের বৈদ্যুতিক তার সংযোগ দিতে গিয়ে শক খেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে অটোভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সেচযন্ত্রের সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

You may also like

Leave a Comment