নীলফামারীতে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মধ্যে রোজার আনন্দ ছড়িয়ে দিতে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পহেলা রমজান জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উদ্বোধনী দিনে শতাধিক অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ক্যাবের সভাপতি গওহর রিজভি রুশোসহ অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো রমজান মাসজুড়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিদিন শতাধিক মানুষকে ইফতার বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল, পথচারী ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। সকল শ্রেণির মানুষের মাঝে এই পবিত্রতার বার্তা ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি একটি মানবিক উদ্যোগ, যা মানুষকে একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে উদ্বুদ্ধ করবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক বলেন, “রমজানের শিক্ষাই হলো একে অপরের পাশে দাঁড়ানো। আমরা চাই, এই ইফতার বিতরণ কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে।”