স্ত্রী হত্যা মামলায় ১৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীর সদর উপজেলায় ২০০৭ সালে দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর একাকী দাফন করা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কাসেম (৬৮) দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন। গাজীপুর থেকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আজ রোববার (০২ মার্চ) দুপুরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত আসামি মো: আবুল কাশেম(৬৮) নীলফামারী সদর উপজেলার বাড়াইপাড়া এলাকার মৃত আলীজানের ছেলে।

নিহতের ভাই ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় ছিলেন। তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে থানায় ঘুরেছি, কিন্তু একের পর এক ওসি পরিবর্তন হলেও আসামিকে গ্রেফতার করা যায়নি। অবশেষে তাকে গ্রেফতার করায় আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, “আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তদন্তের মাধ্যমে জানা যায়, তিনি গাজীপুরে অবস্থান করছেন। এরপর নীলফামারী সদর থানার একটি দল র‍্যাবের সহযোগিতায় গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন বলেন, “২০০৭ সালে হত্যাকাণ্ডের পর মামলা দায়ের করা হয়। পরে ২০২১ সালে আদালত আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। তবে তিনি তখন থেকেই পলাতক ছিলেন। গতকাল (শনিবার) গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।”

You may also like

Leave a Comment