নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘোষিত কমিটিতে মোর্শেদ আজমকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সিহাবুজ্জামান চৌধুরী সিহাব, যিনি আগে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। এছাড়া সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাজু পারভেজকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে হবে।

You may also like

Leave a Comment