আল্লাহ ও রাসুল (সা.)-কে কটুক্তিকারীদের শাস্তির দাবিতে ডোমারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবের গ্রেফতার ও শাস্তির দাবিতে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে র‍্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের মৃত্যুদণ্ডের দাবিও জানানো হয়।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ডোমার উপজেলার সর্বস্তরের মুসলমানদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি ডোমার বাজারের বাটার মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডোমার বাটার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখছেন বক্তারা

সমাবেশে প্রবীণ ইসলামিক বক্তা আলহাজ মাওলানা আব্দুল হামিদ হোসাইনির সভাপতিত্বে এবং মাওলানা কামরুল ইসলাম আরেফি এর সঞ্চালনায় বক্তব্য রাখেন— ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ও মাজলিসুল মুফাসসীরিন নীলফামারী জেলা শাখার সভাপতি  মাওলানা আব্দুল খালেক, জামায়াতে ইসলামীর ডোমার উপজেলা যুব বিভাগের সভাপতি মো. সোহেল রানা, তরুণ ইসলামী বক্তা মাওলানা আবু সাঈদ, অর্ণব আহমেদ আলিফ, মো. সোহান, মো. রিফাত।

বক্তারা বলেন, ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তিকারীদের কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর সাহস না পায়। তারা ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান এবং অবিলম্বে অন্তবর্তী কালীন সরকারকে  সংসদে এ বিষয়ে আইন পাস করার আহ্বান জানান।

সমাবেশে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা বলেন, ইসলাম ও নবী করিম (সা.)-এর অবমাননা কখনোই বরদাশত করা হবে না। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

You may also like

Leave a Comment