আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলফামারী জেলা জামায়াতের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নীলফামারী জেলা জামায়াতের কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম ও সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “বাংলা ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। একই সঙ্গে অধ্যাপক গোলাম আযমসহ সকল ভাষা সৈনিকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।”

আলোচনা সভা শেষে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment