নীলফামারীর ডোমারে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো নাইট ক্রিকেট টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় ময়দানপাড়া ক্রিকেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় এই প্রতীক্ষিত ফাইনাল খেলা।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ময়দানপাড়া ক্রিকেট ক্লাব এবং সোনার বাংলা স্পোর্টিং ক্লাব। ৯ ওভারের এই সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচটি ছিল শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ। দুই দলই সমানতালে লড়াই করে দর্শকদের মন জয় করে নেয়। তবে শেষ পর্যন্ত সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে ম্লান হয়ে যায় ময়দানপাড়ার প্রতিরোধ। ৩ উইকেটের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব।
টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করে দিপু সেরা খেলোয়াড়ের (ম্যান অব দ্য টুর্নামেন্ট) খেতাব অর্জন করেন, যিনি ৪৫ রান এবং ২ উইকেট শিকার করেন। অন্যদিকে, সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে পুরস্কৃত হন বাঁধন ইসলাম, যিনি তার বোলিং দক্ষতায় প্রতিপক্ষকে চাপে রাখেন।

নাইট টুর্নামেন্টের ফাইনাল পর্বে খেলোয়াড় ও অতিথিবৃন্দ
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল আলম। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মো. নূর হক। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোসাব্বের হোসেন মানু, ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম, ডোমার উপজেলা সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. মাতিম ইসলাম সাকিল এবং টুর্নামেন্ট পরিচালক আলিনুর ইসলাম মিঠু।
অতিথিরা তাদের বক্তব্যে খেলোয়াড়দের ক্রীড়ামনস্কতা, শৃঙ্খলাবোধ এবং প্রতিযোগিতার মানের প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের মধ্যে মাতিম ইসলাম সাকিল ও আলিনুর ইসলাম মিঠু জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদক থেকে দূরে রাখতে এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই আয়োজন এলাকার ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করবে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন অব্যাহত থাকবে।
চ্যাম্পিয়ন দল সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় আবির হোসেন খেলা শেষে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমাদের দল কঠোর পরিশ্রম করেছে এবং এই জয় আমাদের সবার জন্য গর্বের বিষয়।’ অপরদিকে, ময়দানপাড়া স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জাকির হোসেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের জন্য প্রতিপক্ষকে অভিনন্দন জানান এবং বলেন, ‘ভবিষ্যতে আমরা আরও ভালো খেলার চেষ্টা করবো।’