নীলফামারীর ইবাদত হাসপাতালে প্রথমবারের মতো হিপ রিপ্লেসমেন্ট অপারেশন

✒️নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারী সদরের ডালপট্টি এলাকায় অবস্থিত ইবাদত হাসপাতালে প্রথমবারের মতো টোটাল হিপ রিপ্লেসমেন্ট (THR) অপারেশনের আয়োজন উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই প্রেস কনফারেন্সে ইবাদত হাসপাতালের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. জিল্লুর হাসান রনি জানান, “নীলফামারীতে এই প্রথম টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন হতে যাচ্ছে, যা নিঃসন্দেহে জেলার চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি মাইলফলক।”

তিনি আরও বলেন, সাধারণত এ ধরনের জটিল ও ব্যয়বহুল অপারেশনের জন্য রোগীদের ঢাকা বা দেশের বাইরে যেতে হতো। তবে এখন থেকে নীলফামারীর মানুষ স্বল্প খরচে নিজ জেলােই এই উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। “আমাদের লক্ষ্য হলো উন্নত প্রযুক্তির মাধ্যমে কম খরচে সেবা প্রদান করা, যাতে করে নীলফামারীর সাধারণ মানুষও এই সেবা সহজেই গ্রহণ করতে পারে,” বলেন ডা. রনি।

হিপ রিপ্লেসমেন্ট একটি জটিল চিকিৎসা পদ্ধতি, যেখানে ক্ষতিগ্রস্ত বা আঘাতপ্রাপ্ত হিপ জয়েন্ট (নিতম্বের হাড়) অপসারণ করে সেখানে কৃত্রিম জয়েন্ট প্রতিস্থাপন করা হয়। এই অপারেশনের মাধ্যমে রোগীর চলাফেরা সহজ হয় এবং ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়।

ডা. জিল্লুর হাসান জানান, অপারেশনে ব্যবহৃত কৃত্রিম হিপ বিদেশ থেকে আমদানি করা হয়েছে এবং এই অপারেশনে তিনি ছাড়াও আরও ৪-৫ জন দক্ষ চিকিৎসক অংশ নেবেন।

নীলফামারীবাসীর জন্য এটি একটি বড় সুখবর, কারণ এ ধরনের উন্নত সার্জারি এখন নিজ শহরেই পাওয়া যাবে। স্থানীয় চিকিৎসা সেবার এই অগ্রগতি ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন ইবাদত হাসপাতাল কর্তৃপক্ষ।

You may also like

Leave a Comment