নীলফামারী শহর শাখার উদ্যোগে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি ও সমাবেশ

✒️নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার উদ্যোগে এ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. খায়রুল আনাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আন্তাজুল ইসলাম, আহমেদ রায়হান, আবু বক্কর সিদ্দিক, রঞ্জু ইসলাম, ছাত্রশিবিরের বগুড়া শহর শাখার সাবেক সভাপতি আব্দুল কাদিম প্রমুখ।

বক্তারা বলেন, ‘ইসলামী ছাত্রশিবির একটি আদর্শের নাম। বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৬ বছর এই সংগঠনের কোমো কার্যক্রম পরিচালিত করতে দেয়নি। কিন্তু ছাত্রশিবির দমে যায়নি। ছাত্রশিবির আল্লাহকে ভয় করে পথ চলে। পৃথিবীর কোনো শক্তি এই সংগঠনকে দমাতে পারবে না।’

র‍্যালিটি শহর সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে শিবিরের নিজস্ব কার্যালয় আল-হেলাল অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচীতে ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক  তিন হাজারের বেশী নেতাকর্মী অংশগ্রহণ করেন।

You may also like

Leave a Comment