ডিমলায় আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মুনকে অপসরনে দাবিতে বৈষম্য বিরোধীদের মানববন্ধন

✒️ডিমলা (নীলফামারী) থেকে:

by Newsroom

 

নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের উপজেলা সহ-সভাপতি ৫ নং গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ ইবনে ফসয়াল মুনকে স্থায়ীভাবে অপসরনের দাবীতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

আজ রোববার (০২ ফেব্রুয়ারী) বিকেল পাঁচটার দিকে ডিমলা উপজেলা শুটিবাড়ী বাজারের এই মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

মানববন্ধনে বক্তব্যে বলেন, ইউপি চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন আওয়ামী সেচ্ছাসেবক লীগের ডিমলা উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে রয়েছে। তিনি জুলাই বিপ্লব আন্দোলনে ছাত্র-জনতার উপর বর্বরতা হামলা ও বিভিন্ন ভাবে হয়রানী মূলক কাজে লিপ্ত ছিলেন এবং নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর মামলায় একজন কারাভোগকারী আসামী।

বক্তারা আরও বলেন, গয়াবাড়ী ইউনিয়নের শান্তি, সুশাসন এবং জনস্বার্থ রক্ষার্থে ইউনিয়নবাসীর দাবী চেয়ারম্যান মুনের পুনর্বহাল সংক্রান্ত আবেদনটি কোনো অবস্থাতেই অগ্রগতি না করা হোক। তাঁকে স্থায়ীভাবে চেয়ারম্যান পদ থেকে অপসারণের জন্য যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ইউনিয়নের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্তটি অত্যন্ত জরুরি বলে মনে করেন এলাকাবাসী।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলন ও উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি রাশেদুজ্জামান রাসেদ, শাকিল প্রধান, জিয়ারুল ইসলাম জিয়া, আব্দুল্লাহ আল মামুন, নুরনবী, মাসুদ রানা, আরিফ হোসেন মীর প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের  কাছে স্মারক লিপি প্রদান করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।

You may also like

Leave a Comment