নীলফামারীতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীতে মুক্তা রানী চ্যাটার্জি (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের নৃসিংহ ব্রাহ্মণ পাড়ায় এ ঘটনা ঘটে। মুক্তা রানী ওই এলাকার কৃষ্ণ চ্যাটার্জির স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তা রানী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রায় দুই বছর আগে মানসিক সমস্যার কারণে সরস্বতী পূজার দিন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এছাড়াও তিনি একাধিকবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য বিভিন্ন সময় চিকিৎসা করানো হলেও স্থায়ী সমাধান সম্ভব হয়নি।

শুক্রবার দুপুরে পরিবারের সদস্যরা তাকে গোলাঘরে গলায় গামছা পেঁচিয়ে ঘরের সরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

You may also like

Leave a Comment