দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং বিচারহীনতার প্রতিবাদে নীলফামারী সরকারি কলেজে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১০ মার্চ) কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা দেশে ক্রমবর্ধমান ধর্ষণ, নারী নির্যাতন এবং অনলাইনে হয়রানির ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। বিশেষ করে মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান ছাত্রদল নেতারা। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নীলফামারী জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সিসহ অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্রদল নেতারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছেন, অথচ অধিকাংশ ক্ষেত্রে অপরাধীরা আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে। তারা নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ছাত্রদল কেন্দ্রীয়ভাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের বিরুদ্ধে সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে, যার অংশ হিসেবে নীলফামারী সরকারি কলেজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।