সৈয়দপুরে বিশিষ্টজনদের সম্মানে উপজেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

✒️ নিজস্ব প্রতিবেদক:

by Newsroom

নীলফামারীর সৈয়দপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকাল ৪ টায় পৌর কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াত এই আয়োজন করে।এসময় ‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর ই আলম সিদ্দিকী, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন।

বক্তব্য বলেন, জেলা মানবসম্পদ বিভাগের সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম, সৈয়দপুর উপজেলা নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমীর মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা লুৎফর রহমান ও গোলাম মোস্তফা বিএসসি, শহর আমীর শরফুদ্দীন খান, পীরজাদা মাওলানা সাজিদুর রহমান, গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি ফজলুল হক।

উপস্থিত ছিলেন, চব্বিশের শহীদ সাজ্জাদ হোসেনের পিতা পৌরসভার নামাজ ঘরের ইমাম আলমগীর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক সোয়েব, রিমন, প্রিন্স, বাংলাদেশ হিন্দু কল্যান ফ্রন্টের কেন্দ্রীয় নেতা অমিত কুমার আগারওয়ালা ও পূজা উদযাপন পরিষদের সভাপতি রয়েলেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ এর এমডি রাজু কুমার পোদ্দার।

জাতীয় পার্টির উপজেলা সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীদ সাহাব, হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবেদ আলম, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব মো. নজরুল ইসলাম, আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আফজাল বিন নাজির।

এছাড়াও রেলওয়ে এমপ্লয়েজ লীগ (বিআরইএল) এর কেন্দ্রীয় নেতা ইঞ্জিয়ার শাহজাহান মোল্লা, ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল হোসেন, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিয়ার রহমান, গণ অধিকার পারিষদের সহ সভাপতি মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মানোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-আলেমগণ, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী ও সাংবাদিকগণ।

উপজেলা সেক্রেটারী আলহাজ্ব মাজহারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা শেষে সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম মোনাজাত পরিচালনা করেন।

You may also like

Leave a Comment