নীলফামারীর ডোমারে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ডোমার ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন। এছাড়া বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী, জেলা পৌর বিএনপির সভাপতি মাহবুর রহমান, শ্রমিক দলের সম্পাদক লোকমান হোসেন লাভলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরনুল হক, যুবদলের সদস্য সচিব শাহিন আলম শান্ত, তাঁতী দলের আহ্বায়ক নয়ন, ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা ডোমার-ডিমলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে সংসদ সদস্য নির্বাচিত করতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।